দেশের অন্যতম ও ঐতিহ্যবাহী বেসরকারী বিদ্যাপীঠ চট্টগ্রামের নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন “উৎসর্গ” কতৃক আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সোমবার (৮ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও হাটহাজারী সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী,, হাটহাজারী ইউএনও রুহুল আমিন,অধ্যক্ষ এস এম নুরুল হুদা, পিএস সৈয়দ মঞ্জুরুল আলম, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম,কলেজ গভর্নি বডির সদস্য ডাঃ নেজাম মোর্শেদ চৌধুরী,সাংবাদিক ইউনুস মিয়া,আলহাজ্ব আলমগীর মিয়া,শাহাজাহান খান,আলহাজ্ব দিদারুল আলম, সব বিভাগের শিক্ষকমন্ডলী,সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে “ঘাট প্রকাশনা” র মোড়ক উন্মোচন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই মর্ম বাণীকে বুকে ধারণ করে, বন্দর নগরী চট্টগ্রামে সুবিধা বঞ্চিতদের পাশে থেকে কাজ করার জন্য, আত্মমানবতামূলক সামাজিক সংগঠন “মুসাফির ” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
গতকাল রবিবার (১৬ জুন) সকাল ১২ টায় স্থানীয় কেনটাকী রেস্টুরেন্টে এক সভায় এই নতুন সংঘটনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উদ্যেগতা সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন এর সঞ্চালনায় ও কামরুল ইসলাম রাশেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন। সভায় বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক ও মহানগর যুবলীগ ওয়াহিদুল আলম শিমুল, বিজয় টিভির ব্যারো প্রধান নিজাম উদ্দিন, এডভোকেট চন্দন পালিত, মহানগর যুবলীগ নেতা সাহেদ হোসেন টিটু, ব্যবসায়ী কামাল হোসেন চৌধূরী, সাংবাদিক জিয়াউল হক ইমন, মির্জা ইমতিয়াজ শাওন, কামাল পারভেজ, হারাধন চৌধূরী প্রমূখ।
এসময় বক্তরা বলেন, দুই দিনের এই দুনিয়ায়, আমরা সবাই “মুসাফির”। আমরা সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিতদের নিয়ে কাজ করব। মুসাফির সব সময় সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকবে। আগামীতে রক্তদান কর্মসূচী, হত দরিদ্রের বিনামূল্য চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কাজে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে ১০ জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
এতে আহ্বয়ক মনোনিত হন মুহাম্মদ মহরম হোসাইন, যথাক্রমে যুগ্ন আহ্বায়ক মোঃ নাজিম উদ্দিন, কামরুল ইসলাম রাশেদ, ওয়াহিদুল আলম শিমুল ও সাহেদ হোসেন টিটু। অর্থ সচিব মনোনিত হন কামাল হোসেন চৌধূরী। কার্যকরী সদস্য মনোনিত হন যথাক্রমে, জিয়াউল হক ইমন, মির্জা ইমতিয়াজ শাওন, কামাল পারভেজ, এডভোকেট চন্দন পালিত।
আলোচনা সভা শেষে দেশ ও জাগির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত আত্মপ্রকাশ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, এস এম সাজ্জাদ আলম, সুজা উদ্দিন তালুকদার, মোঃ ইরফান মোল্লা, সুরঞ্জিত বড়ুয়া, ওবায়দুর রহমান, এ আর গাজী, অভিষেক চৌধুরী গোলাম সারোওয়ার, আব্দুল আজিজ, আবু জাহেদা প্রমূখ।
মুরাদপুর হোটেল জামান হলরুমে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৫.৩০ মিনিটের সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ জমির এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি, সেকশন অফিসার বিমল কান্তি চাকমা, সেকশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর, সেকশন অফিসার বিপন বড়ুয়া, জুনিয়র অডিটর শাহআলম চৌধুরী। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মীর আবছার। রমজানের মহিমা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কাজী আতিকুর রহমান, মোহাম্মদ আইয়ুব আলী, মো: আহসান, মো: মহসিন, মো: ইয়াছিন, মো: ফোরকানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান কমিটির নেতৃবৃন্দ সদস্যদের মধ্যে সম্পৃতি সৃষ্টির জন্য ইফতার ও দোয়া মাহফিলের আযোজন করেছেন। আগামীতেও এই ধরণের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নিজেদের ঐক্য ও সম্পৃতি ধরে রাখবেন এবং সদস্যদের কল্যাণে নিরলশ ভাবে কাজ করার আহব্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেনে। দেশ ও দশের কল্যাণ এবং সদস্যদের মঙ্গল কামনা করে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করেন।
দক্ষিণ ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংগঠন বক্তপুর–ধর্মপুর অনির্বাণ সংঘের উদ্যোগে ফটিকছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব এর সংবর্ধনা–ইফতার মাহফিল ও মেজবান সম্প্রতি সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক লায়ন আলহাজ্ব এসএম শামশুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আব্দুল কাইয়ুম, সৈয়দ বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক আজমী। মাহফিলে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত হোসেন রবিন, এসএম আলী আকবর, রাশেদুল আনোয়ার, শহীদুল আলম, এরশাদুল আনোয়ার জাসেদ, এসএম জুলফিকার, মাহমুদুল ইসলাম মোরশেদ, মাওলানা সাইফুদ্দিন, হেদায়েত হোসেন শিবলু, বদরুদ্দোজা বশির, মোবারক হোসেন ফয়সাল, জিসান, শাওন, রকি, শিহাব প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি–সংবর্ধিত অতিথি ও সভাপতিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আজ মঙ্গলবার (২৮ মে) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল জাপান যাচ্ছেন। মঙ্গলবার সকালে রাজধানী ঢাকা থেকে বাংলাদেশ বিমানযোগে জাপান যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান অবস্থানকালে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল।
চার দিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব যাবেন। সেখানেও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থাকবেন সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। চার দিনের এ সফরে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা পবিত্র ওমরাহ পালন করবেন। জাপান ও সৌদি আরব সফর শেষে আগামী ৩ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল এর আগে দু’বার সিইউজের নির্বাচিত সাধারণ সম্পাদক। চট্টগ্রামের চলচিত্র ও নাট্য আন্দোলন্দেও তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয় রয়েছেন। তিনি ১৯৯০ সালের অন্যতম ছাত্রনেতা। তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্পাদকমন্ডলীর সদস্য। কবি হিসেবেও দারুণ খ্যাতি রয়েছে সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামলের। এ পর্যন্ত তাঁর লেখা ১৭টি কবিতা ও প্রবন্ধের বই প্রকাশ হয়েছে।
এর আগে ভারত, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সফর করেন সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল।
স্থানীয় এলাকাবাসীর সম্মানে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৩ মে) উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারীস্থ আরবি বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস মাওলানা মুফতি আনোয়ার শাহ।
ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বাঁশখালীস্থ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, শিক্ষক মন্ডলী এবং বিভিন্ন মসজিদের পেশ ইমাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
অহিংস ছাত্ররাজনীতির অনন্য মডেল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একক রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস, প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন নোয়াপাড়াস্থ মাকসুদ কমিউনিটি সেন্টারে গত ২৬ই মার্চ বিকাল ৩.০০টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ আল-রোমানের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জাবেদের সঞ্চালনায় অনুষ্টিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান দক্ষিণের সভাপতি জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী। তিনি বলেন, ” নৈতিকতাহীন ছাত্র রাজনীতি দেশের জন্য হুমকি স্বরূপ, দেশ ও জাতির কল্যান ছাত্রসমাজকে নৈতিক রাজনীতি চর্চা করতে হবে।” এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক লায়ন আহমদ সৈয়্যদ। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী আকবর। এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নেতা জননেতা সৈয়্যদ, অধ্যাপক জামাল উদ্দিন, মাওলানা আবুল কাশেম রেজভী, মুহাম্মদ হাসান সওদাগর তৈয়্যবী, মুহাম্মদ আবদুল বারেক, যুবনেতা নজরুল ইসলাম,যুবনেতা আমান উল্লাহ্ আমান,ছাত্রনেতা আলমগীর হোসেন সহ অনেকে। চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক মনির আহমদ নির্বাচন কমিশনার এর ভুমিকায় ২০১৯-২০২০ইং সেশনের জন্য রবিউল হোসাইন সুমনকে সভাপতি ও জয়নাল আবেদীন জাবেদকে সাধারন সম্পাদক ও এনামুল হক মুন্নাকে সাংগঠনিক সম্পাদক। এস এম শামসুল আরেফিনকে সিঃসহ সভাপতি,মুহাম্মদ রুবেল ও জাহেদ বাদশাকে সহ সভাপতি,মুহাম্মদ নওশাদ হোসাইনকে যুগ্ন সাধারন সম্পাদক,মুহাম্মদ রাশেদ ও শিহাব উদ্দীন সুলতানিকে সহ সাধারন সম্পাদক,রায়হানুল করিম রাব্বী,কাজী মুহাম্মদ কায়েস উদ্দীনকে সহ-সাংগঠনিক সম্পাদক,আরিফুল ইসলাম মাসুদকে অর্থ সম্পাদক,মুহাম্মদ সোলায়মানকে সহ-অর্থ,হাফেজ হাসান ইমামকে শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক,হাফেজ সাজ্জাদকে সহ-শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক, জাবেদুল ইসলামকে দাওয়াহ বিষয়ক সম্পাদক,মুহাম্মদ শওকতকে সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক,মুহাম্মদ মোজাম্মেলকে প্রচার সম্পাদক,মুহাম্মদ আজিজুর রহমানকে সহ-প্রচার,মুহাম্মদ সোহেলকে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক,মুহাম্মদ নাঈমুল মোস্তফাকে সহ-গ্রন্থনা সম্পাদক,নুরুল মোস্তফা রাফাতকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,মুহাম্মদ ফোরকানকে দপ্তর,ইমতিয়াজ আহমদ রেজাকে সাহিত্য ও সাংস্কৃতিক,হাসিবুল হাসান শাহ সাকিবকে ছাত্রকল্যাণ,আনিসুল মোস্তফাকে স্কুল বিষয়ক সম্পাদক করে ২০১৯-২০ইং কার্যকরী পরিষদের জন্য ৩৯ জন বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন। .. .. ..আবরার মাহতাব খোকন-রাউজান প্রতিনিধি
মহান ২১ ফেব্রুয়ারি ”আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসহ বীর শহীদের শ্রদ্ধা নিবেদন করলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সহ-সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি এবং ১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, এ, কাইয়ুম ভাই।
রাউজান কদলপুরে শিক্ষা ও সেবামূলক অরাজনৈতিক ছাত্র সংগঠন কদলপুর স্কুল এন্ড কলেজ ছাত্রকল্যাণ সংসদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠান গত ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় কদলপুর স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সংগঠনের সভাপতি জনাব মুহাম্মদ এনামুল হক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। হাসিবুল হাসান শাহ সাকিব ও সাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং কদলপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বাবু কমল চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক সেলিম উদ্দিন, ইউপি সদস্য জনাব মুহাম্মদ নাছের, বিশিষ্ট সমাজসেবক পংকজ ভট্টাচার্য্য, সামাজিক সংগঠন শিকড় এর সুযোগ্য সাংগঠনিক সম্পাদক জনাব রবিউল হোসাইন সুমন ও বিশিষ্ট সংগঠক একরাম হোসেন। আরো উপস্থিত ছিলেন অহিদুল ইসলাম অভি, সীমান্ত, জাবেদ, সারোয়ার, কায়ছার প্রমুখ। সর্বসম্মতিক্রমে গঠিত জান্নাতুল মাওয়া সেজিন, শাহেদুল ইসলাম, সাকিব, রিটন ও ফারহান সহ ৫জনের নিরপেক্ষ নির্বাচন কমিশনারের ভুমিকায় উপস্থিত কর্মকর্তা ও সদস্যের গোপন ভোটের মাধ্যমে মুহাম্মদ এনামুল হক মুন্নাকে সভাপতি, আলমগীর শাহ্ কে সাধারণ সম্পাদক ও আবরার মাহতাব খোকন কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
আজ ১৬ ডিসেম্বর সকাল ১০টায় কদরপুরের অরাজনৈতিক ছাত্র সংগঠন দুরন্ত পথিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে কদলপুর স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও শহীদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ মিনারে ফুল ও শ্রদ্ধা জানানোর পর শহীদদের স্মরণে সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন এর সঞ্চালনায় এবং আরশেদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি তনয় আচার্য্য, মনছুর আলম, সহ সাধারন সম্পাদক রুবেল চৌধুরী, কায়েছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নয়ন দাশ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাফি, অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক রিপন বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক সমীর দাশ, দপ্তর সম্পাদক অলক ভট্টচার্য্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ রফিক, সদস্য পাভেল, খোকন, প্রমুখ।