আজ ১৬ই ডিসেম্বর ১৮ইং রবিবার সকাল ১০টায় মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে রাউজান কদলপুরস্থ অরাজনৈতিক ছাত্রসংগঠন কদলপুর স্কুল এন্ড কলেজ ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে আনন্দ মিছিলে ও শোভাযাত্রার আযোজন করা হয়। আনন্দ মিছিলে ও শোভাযাত্রা শেষে শহীদ মিনারে ফুলপ্রদানসহ নানা অনুষ্টান পালন শেষে এক আলোচনা সভার আযোজন করা হয়। সংগঠনের সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিজয় দিবসের উপর বক্তব্য রাখেন মুহাম্মদ সাহেদ, সাকিব শাহ্, মুহাম্মদ রিটন, আলমগীর শাহ্, সীমান্ত আচার্য্য, হাসান, জাবেদ, তৈয়ব, হানিফ, শ্রানণ, ইব্রাহিম, খোকন, পাভেল, মহসিন, সজীব প্রমুখ।
আজ মহান বিজয় দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আলহাজ্ব জালাল ইবরাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু মনসুর, “দৈনিক ৭১” পত্রিকার সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক সুভাষ চৌধুরী টাংকু, আলহাজ্ব নুরুল হাসেম, মোঃ নাসিম, বেলাল আকবর চৌধুরী বাবলু,মহিলা সম্পাদিকা মাহমুদা আকতার মুন্নি, সহ প্রচার সম্পাদক রুদ্র সরকার জয়, রাফসান বিন নুর সাদদাম হোসাইন সালমান, অর্ণব, সানি, জুয়েল, অভিষেক সহ আরো অনেকে।
সোমবার (১১ ডিসেম্বর) রাউজান কদলপুরস্থ গাউসিয়া কমিটি আশরাফ শাহ্ (রা.) ইউনিট শাখার ব্যবস্থপনায় ২৫তম গাউসুল আজম (রা.) সুন্নি কনফারেন্স ও মাহফিল অনুষ্টিত হয়। আল্লামা ইলিয়েছ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি কনফারেন্স ও মাহফিলে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ আবু জাফর সিদ্দিকী সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম কলেজ ইসলামিক স্টাডিজের সহযোগী অধ্যাপক আলহাজ্ব ড. আরিফুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল করিম সাহেব। সুন্নি কনফারেন্স ও মাহফিলে বক্তারা বলেন, বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মাস্টার নজির আহমদ ট্রাষ্টের অর্থায়নে বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের মৌলভীবাজারস্থ বাইতুল ইজ্জত জামে মসজিদের সংষ্কার কাজ চলছে। বাঁশখালী উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ এমরানুল হকের আবেদনের প্রেক্ষিতে ট্রাষ্ট মসজিদ সংষ্কারে এ অনুদান প্রদান করেন। মসজিদের এ সংষ্কার কাজ সার্বিকভাবে পরিচালনা করছেন পরিচালনা কমিটির মোঃ ইস্কান্দার সিকদার, মৌলানা নুরুল আবচার ফারুকী, মৌলভী এহসানুল হক, পেশ ইমাম মৌলভী আবুল কাশেম, মুয়াজ্জিন মোঃ আলী প্রমুখ।
আনোয়ারা মালঘর বাজারে অবস্থিত একটি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানে । বেসরকারীভাবে পরিচালিত হচেছ উক্ত শ্রবণ প্রতিবন্ধী বিকাশ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকবৃন্দ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাথে সাক্ষাৎ করে তাদের সীমাবদ্ধতা ও সমস্যার কথা জানিয়ে সহযোগিতা চেয়েছেন ৷ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পড়ালেখা সহ যাবতীয় আর্থিক এবং অবকাঠামোগত সমস্যা সমাধানের দায়িত্ব গ্রহন কথা জানিয়েছেন ৷
আজ রাত ৮ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ফটিকছড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ সাঈফুদ্দিন আল হাসানী আল- মাইজভান্ডারীর আহবানে, মোমাবাতি মার্কার সর্মথনে চট্টগ্রাম চকবাজার কাপাসগোলাস্থ মাইজভান্ডার মন্জিল এ ফটিকছড়ির নির্বাচন পরিচালনা কমিঠির মতবিনিময় সভা, এতে বাংলাদেশ ইঃ ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, বৃহত্তর ফটিকছড়ি উত্তর, দক্ষিণ, ভুজপূর, পৌরসভা সহ সকল সাংগঠনিক উপজেলার নেতৃবৃন্দ উত্তর জেলা কমিঠিতে দায়িত্বপ্রাপ্ত ফটিকছড়ির নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ করছি।
সালামান্তে – এস এম জাহাঙ্গীর আলম
সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম উত্তরজেলা ইসলামী ফ্রন্ট।
৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি এবং বঞ্চিত শিশু অধিকার ফোরামের উপদেষ্টা হাজী মো: আবু নাসের ভাইয়ের নেতৃত্বে অদ্য ১ ডিসেম্বর রোজ শনিবার চট্টগ্রাম চেম্বার অফ কমার্সে চট্টগ্রাম ১১ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, এম এ লতিফ কে বঞ্চিত শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এই সময় উপস্থিত ছিলেন বঞ্চিত শিশু অধিকার ফোরামের উপদেষ্টা হাজী মো: হাসান মুন্না,৩৯ নং ওয়ার্ড কমিশনার হাজী মো: জিয়াউল হক সুমন এবং সংগঠনের সদস্যবৃন্দ।
এতদ্বারা ভোক্তা অধিকার সিআরবির দেশের যে সকল ওয়ার্ড,থানা/উপজেলা,মহানগর এবং বিভাগীয় কমিটির আহ্বায়ক /সদস্য সচিবদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিবারের ন্যায় এবারো ১০ জানুয়ারী ভোক্তা অধিকার সিআরবির স্থপতি বিপ্লবী বিনোদ বিহারীর চৌধুরীর জন্ম উৎসব যথা যোগ্য মর্যাদার সহিত ভোক্তা অধিকার সিআরবির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে উদযাপন হবে।এবং যার যার ওয়ার্ড, থানা/উপজেলা,জেলা,মহানগরে এবং বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠান করার জন্য ভোক্তা অধিকার সিআরবির মহাসচিব কেজি এম সবুজ সাহেব সকলকে উদাত্ব আহ্বান জানান। প্রচারে: মোহাম্মদ আলী, শাখা সমন্বয়কারী- ভোক্তা অধিকার সিআরবি। বি:দ্র- এ উপলক্ষে ভোক্তা অধিকার সিআরবির স্বারকগ্রন্থ প্রকাশ হবে যে সকল কমিটি স্বারকগ্রন্থে অংশগ্রহণ করবেন তাদের কে অফিসে এসে যোগাযোগ করার জন্য বিনিত ভাবে অনুরোধ করা হলো 01819-612090-01629-614720.
চট্টগ্রাম হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যান সমিতির সম্মানিত সদস্য ও পাটোয়ারী এন্ড ব্রাদার্স এর স্বতাধিকারি বিশিষ্ট ব্যবসায়ী বাবু চিন্তাহরি পাটোয়ারীর মৃত্যুবরণ করেছেন। তার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাপ্রকাশ এবং পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যান সমিতির সকল নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ।
জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার সমপরিমাণের ঘুষ আদান-প্রদান হয়ে থাকে। অন্যদিকে দুর্নীতির মাধ্যমে ২ লাখ ৬০ হাজার কোটি মার্কিন ডলার চুরি করা হয় সারা বিশ্বে। এই দুইয়ের যোগফল বৈশ্বিক জিডিপির প্রায় ৫ শতাংশেরও বেশি। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির হিসেবে দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত তহবিলের পরিমাণ সরকারি উন্নয়ন সহায়তার ১০ গুণ। দুর্নীতি একটি গুরুতর অপরাধ। এর ফলে সর্বত্রই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কোন দেশ, অঞ্চল বা সম্প্রদায়ই এর অভিশাপ থেকে মুক্ত নয়। ২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছে। এরপর থেকেই এর বিভিন্ন সংস্থা যৌথভাবে বিশ্বব্যাপী প্রচারণা গড়ে তুলেছে কীভাবে দুর্নীতি শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার, গণতন্ত্র, সমৃদ্ধি এবং উন্নয়নকে প্রভাবিত করে।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে এ দিবসটি পালন করা হচ্ছে।
৯ ডিসেম্বর রবিবার বাঁশখালি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুদক বাংলাদেশের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি যথাযথ ভাবে পালন করবে।
কর্মসূচী সমুহঃ
**সকাল ১১টায় উপজেলা চত্বরে মানব -বন্দন।
*সকাল ১১টা৩০মিঃ আলোচনা সভা। দুর্নীতিবিরোধী গন সাক্ষর৷ অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে জেলা দুর্নীতি দমন কমিশনের কর্মকতাবৃন্দ,উপজেলা প্রাসাশনের কর্মকতা,সুশীল সমাজের নাগরিক সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে আপনাদের উপস্হিতি কমনা করি।
বিনয়াবনতঃ
তাপস কুমার নন্দী
সভাপতি
উপজেলা দুর্নীতি কমিটি।