সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাত থেকে সম্মাননা গ্রহন করলেন মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তা। আজ সন্ধ্যায় বাওয়া স্কুল মাঠে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজক পক্ষ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চার কর্মকর্তাকে গুণীজন সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দুই পুলিশ কর্মকর্তা ওসি মহসিন ও এডিসি মাহবুবুল আলমের হাতে গুণজনের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান সংবর্ধিত অপর পুলিশ কর্মকর্তা উৎপল বড়ুয়ার হাতে গুণীজন সম্মননা স্মারক তুলে দেন
২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চীনের একটি আবাসিক রেস্ট হাউসে অবস্থান কালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। আওয়ামী লীগের ত্যাগী,নিবেদিত এই নেতার মৃত্যুতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
অবশেষে স্বপ্ন সত্যি হলো বলিউড নবাব সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের। বিনোদন দুনিয়ায় অভিষেকের আগেই সাইফ ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান তাঁর আত্মবিশ্বাস, সুদর্শন ও আবেদনময় চেহারার জন্য খবরের শিরোনাম হয়েছেন বহুবার। আগামী মাসেই তাঁর দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুত ও ‘সিম্বা’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। মনে হচ্ছে, বহু ছবির প্রস্তাবে এবার ভাসবেন এই সুন্দরী। নির্মাতা করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফের সঙ্গে অতিথি হয়ে যোগ দিয়েছিলেন সারা। সেখানে সারা বলেন, তাঁর ‘ক্রাশ’ ‘সোনু কে টিটু কি সুইটি’ অভিনেতা কার্তিক আরিয়ান। এ অভিনেত্রী আরো বলেন, তাঁর খুব ইচ্ছে কার্তিকের সঙ্গে ‘ডেট’ করতে। এবার তাঁর সেই স্বপ্ন সত্যি হলো। তবে কার্তিকের সঙ্গে ডেটে যাচ্ছেন না তিনি, একটি ছবিতে তাঁর সঙ্গে পর্দায় রোমান্স করবেন সারা! আর সারা-কার্তিকের জুটি বাঁধা ওই ছবিটি পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলি। নির্মাতার ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যম এশিয়ান এজকে বলেছে, ‘অভিষেকের আগে প্রচুর ছবির প্রস্তাব পাওয়াটা অবিশ্বাস্য ব্যাপার হলেও এবার তা হতে যাচ্ছে। সাধারণত অভিনেতারা, বিশেষ করে তারকাসন্তানরা তাঁদের প্রথম ছবিতে কেমন সাড়া পাচ্ছেন, তা দেখার জন্য অপেক্ষা করেন; যা দিয়ে তাঁরা ক্যারিয়ারের গ্রাফে তাঁদের অবস্থান আঁচ করতে পারেন এবং ভবিষ্যতে কী ধরনের কাজ করবেন, তা নিয়ে ভাবতে পারেন। তবে নতুন প্রকল্পে চুক্তির ক্ষেত্রে সারার ব্যাপারটা একদম আলাদা।’ আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সারা অভিনীত প্রথম ছবি ‘কেদারনাথ’। ভক্তরা এই ছবিটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না।‘কফি উইথ করণ’-এ সঞ্চালক করণ সারাকে জিজ্ঞেস করেন, বিনোদন জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশের সময় কেমন অনুভূতি ছিল তাঁর। তিনি কি ভীতসন্ত্রস্ত নাকি উত্তেজিত ছিলেন? সারা বলেন, ‘ভীতি ও উত্তেজনা দুই-ই ছিল।’ এই শোতে সারা বলেন, কার্তিক আরিয়ানকে তিনি খুব পছন্দ করেন, তাঁর সঙ্গে প্রেম করতে চান। এ সময় করণ সারাকে জিজ্ঞেস করেন, তা হলে কি কার্তিককে এখনই একটি খুদে বার্তা পাঠাবেন? সারা উত্তর দেন ‘হ্যাঁ।’ কার্তিকের প্রতি সারার ‘দুর্বলতার’ খবর প্রকাশের পর অন্তর্জালে শুরু হয় নানা গুঞ্জন। হটস্টারে সেই পর্বটির ভিডিও প্রকাশ করা হলে অন্তর্জালে ঝড় ওঠে। নেটিজেনরা সারাকে বলিউডের নতুন ‘আগ্নেয়গিরি’ বলছেন। বাবা-মেয়ের দারুণ আলাপে আপ্লুত ভক্তরা। যা হোক, সারা আলি খানের ‘চাওয়ার’ উত্তরও দেন কার্তিক আরিয়ান। বলেন, ‘আমি জানি না, কী বলতে হবে। কিন্তু এটা বলতে পারি যে, সে খুবই চমৎকার। আমি সত্যিই তাঁর সঙ্গে সিনেমা করার জন্য মুখিয়ে আছি।’ পরিচালক ইমতিয়াজ আলি ঠিক কবে সারা ও কার্তিকের পর্দার রোমান্স দেখাবেন, সে খবরের জন্য নিশ্চয়ই ভক্তরা অপেক্ষা করবেন! সূত্র : বলিউড বাবল।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “লেভেল প্লেইং এর বিষয়টা এখন পুরোপুরি নির্বাচন কমিশনের উপর। এখানে সরকারের কিছু করার নেই। এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ইলেকশনের শিডিউল ঘোষণার পর থেকে এটা নির্বাচন কমিশনের হাতে চলে গেছে।”
গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ না পেলে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে হুমকি দিয়েছে, তার জবাবে তিনি প্রশ্ন তুলেছেন, ভোটে বিএনপি আসলেই অংশ নিতে চায় কি না?
“পল্টনে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, তারা সুষ্ঠু পরিবেশ তারা চায়? তাদের আচরণে তো তার কোনো প্রকাশ নেই।
“যেভাবে তারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে, এটা তো প্রকাশ্য দিবালোকে ঘটেছে। তারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে যে দানবীয় কাণ্ড ঘটাল! এখানেই তাদের নির্বাচনে অংশগ্রহণের সংশয় রয়ে গেছে।”
কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠকে কয়েকটি রাষ্ট্র নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে বলে খবর এসেছে।
এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “অনেকগুলো দেশের সঙ্গে আলোচনা করলে একটা-দুইটা দেশ প্রশ্ন তুলতেই পারে। আর বিএনপি তো প্রচুর টাকা পয়সা দিয়ে লবিং করাচ্ছে, এটা লবিংয়ের মাধ্যমেও হতে পারে।”
সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী প্রার্থীর বিষয়ে ঐক্যফ্রন্টের নেতাদের নিরুত্তর থাকার বিষয়ে কাদের বলেন, “এ প্রশ্নটা আমি রেইজ করেছি, এখন পর্যন্ত জবাব পাইনি।”
নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “৫০ বছর আগে থেকে গ্রামে গ্রামে এই ঘটনা ঘটে আসছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছু দিন আগেও এমন ঘটনা ঘটেছে, তখন তো মিডিয়া সেটাকে রাজনীতিতে জড়ায়নি। এখন নির্বাচন, তাই কিছু কিছু মিডিয়া এমন লিখছে।”
কাদের জানান, মহাজোটে থেকে নির্বাচনে অংশ নিলেও জাতীয় পার্টি লাঙ্গল এবং যুক্তফ্রন্ট কুলা প্রতীকে লড়বে।
ওয়ালপেপারে রঙিন ছবি ব্যবহার থেকে বিরত থাকা
মোবাইল ফোনের ওয়ালপেপার হিসেবে সবাই অনেক রঙিন এবং উজ্জ্বল ছবি ব্যবহার করেন। এতে করে ব্যাটারির চার্জ দ্রুত কমে যায়। যে কারণে ওয়ালপেপার হিসেবে সাদা-কালো এবং কিছুটা অনুজ্জ্বল ওয়ালপেপার ব্যবহার করা উচিত।
মোবাইলের স্ক্রিনের জন্য ‘অটো টাইম আউট’ অপশন ব্যবহার করা
অনেকেই তার মোবাইলের স্ক্রিনের জন্য ‘টাইম আউট’ অথবা ‘স্লিপ’ অপশনটি ব্যবহার করেন না। যে কারণে মোবাইলের স্ক্রিন সব সময় চালু থাকে। এই অপশনের সাহায্যে সময় (১৫ সেকেন্ড, ৩০ সেকেন্ড) নির্ধারণ করে দিলে নির্ধারিত সময় পরে অটো স্ক্রিন বন্ধ হয়ে যাবে। এতে করে ব্যাটারি কম খরচ হয়।
কাজ শেষে জিপিএস, ব্লুটুথ এবং ওয়াই-ফাই বন্ধ করা প্রয়োজনীয় কাজ শেষে অবশ্যই মনে করে এই সব অপশন বন্ধ করে দিতে হবে। কারণ এসব অপশন চালু থাকলে মোবাইল ফোনের ব্যাটারি খুব বেশি খরচ হতে থাকে।
প্রতি ঘণ্টায় ২৪৯ কিলোমিটার গতিবেগ তুলতে পারবে, এমন গাড়ি বাজারে নিয়ে আসছে চীন। বিশ্বের দ্রুততম স্পোর্টস কার আসছে আগামী সপ্তাহেই।
দুই সিটের এই ইলেকট্রিক স্পোর্টস কার ১০০ কিলোমিটার গতি পাবে মাত্র ৩.৯ সেকেন্ডে।
ডেট্রয়েট ইলেকট্রিকস নামে ওই গাড়ির প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই এশিয়া ও ইউরোপের বাজারে এই গাড়ি বিক্রি হবে। গাড়িটির বডি তৈরি কার্বন ফাইবার দিয়ে। এই গাড়ির ইঞ্জিন ২৮৫ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন। এছাড়া ২১০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর রয়েছে SP:01 নামের এই গাড়িতে। এই গাড়ির ব্যাটারি বিশ্বের সবথেকে বেশি ক্ষমতাসম্পন্ন বলে দাবি করেছেন সংস্থার সিইও অ্যালবার্ট ল্যাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ভিত্তিক ব্যবস্থা থাকবে এই গাড়িতে।
ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমেই খুঁজে নিতে পারবে আশেপাশে কোথায় রাস্তার ধারে চার্জিং পয়েন্ট রয়েছে। গাড়ি থেকে দূরে থাকলেও অ্যাপের মাধ্যমে দেখে নেওয়া যাবে, গাড়ির অবস্থান আর ব্যাটারিতে চার্জের পরিমাণ।
এখনও পর্যন্ত গাড়ির দাম জানানো হয়নি শীঘ্রই তা জানানো হবে। প্রথম কে এই গাড়ির মালিক হচ্ছেন তা খুব শীঘ্রই জানাবে সংস্থা।
শিশুদের হাতে স্মার্টফোন বা ট্যাব হরহামেশাই দেখা যায়। ইন্টারনেট ব্যবহারেও পটু হয়ে উঠেছে প্রযুক্তির যুগের শিশুরা।
আপনি হয়তো জানেন যে এখন অনেক শিশুই ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু তাদের এই সংখ্যা কতটা বেশি সে সম্পর্কে কোনো ধারণাই নেই আপনার। বিশ্বের প্রতি তিনজন ইন্টারনেটব্যবহারকারীর একজন শিশু! আর এই পরিসংখ্যার খোদ ইউনিসেফ তাদের ওয়ার্ল্ডস চিলড্রেন রিপোর্টে তুলে ধরেছে। অথচ তাদের ইন্টারনেট নিরাপদ করতে খুবই নজরদারিই করা হচ্ছে।
ওই রিপোর্টে ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন, ভালো হোক বা খারাপ, প্রযুক্তি এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটা ডিজিটার দুনিয়া। প্রত্যেক শিশুর জন্যে আমাদের দুটো চ্যালেঞ্জ- ক্ষতিকর অংশগুলো কীভাবে কমিয়ে আনা যায় আর সর্বাধিক উপকারিতা লাখ করা যায়।
দেখা যাচ্ছে বৈজ্ঞানিক কল্প-কাহিনিভিত্তিক চলচ্চিত্র নির্মাতা এবং লেখকরা আধুনিক প্রযুক্তির সত্যিকারের আবিষ্কারক৷ মাত্র কয়েক দশক আগে এসব চলচ্চিত্র বা বইয়ে যেসব জিনিসপত্রের কথা বলা হয়েছিল আজ তা নিত্যদিনের ব্যবহার্য বস্তু৷
কথা বলা কম্পিউটার
১৯৬৮ সালের চলচ্চিত্র ‘২০০১-আ স্পেস ওডিসি’ তে নির্মাতা স্ট্যানলে কুবরিক দেখিয়েছিলেন মানুষ ও কম্পিউটার কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে৷ কম্পিউটার হাল ৯০০০-কে (ছবিতে দেখা যাচ্ছে) যখন বন্ধ করার কথা ভাবছিলেন এর মালিক, ঠিক তখনই গুপ্তঘাতকে পরিণত হয় এটি৷ তবে আধুনিক কম্পিউটার সহযোগী সিরি বা কর্টানা এখনও পর্যন্ত মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে৷
ডিজিটাল নোটপ্যাড
২০১০ সালে অ্যাপল যখন তাদের প্রথম আইপ্যাড বাজারে আনে, স্টারট্রেক ভক্তরা এতে মোটেও অবাক হননি, কেননা, ৩০ বছর আগে থেকেই স্টারট্রেকের সৌজন্যে তারা এ ধরনের যন্ত্রের সঙ্গে পরিচিত ছিলেন৷ ক্যাপ্টেন পিকার্ড এবং তার ক্রুরা এ ধরনের প্যাড ব্যবহার করতেন একে অপরের সঙ্গে তথ্য বিনিময় ও রিপোর্ট লেখার জন্য৷
সহজে ডাটা বহন করার জন্য পেন ড্রাইভের কোন বিকল্প নাই। তবে অনেক সময় দেখা যায় পেনড্রাইভ ওপেন হয় না! এমন বিপাকে অনেকেই পড়েছেন।
পেনড্রাইভ ওপেন না হলে প্রথমে Start মেন্যুতে গিয়ে control panel-এ থেকে administrative tools-এ দু’বার ক্লিক করতে হবে। তারপর computer management-এ ক্লিক করতে হবে।
এরপর বাম পাশে দেখতে পাবেন disk management এখানে ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সব ড্রাইভের লিস্ট চলে আসবে। যেখান থেকে পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে explore অথবা open-এ ক্লিক করবেন। তাহলে পেনড্রাইভ ওপেন হবে।
এ ছাড়া মাই কম্পিউটার ওপেন করে অ্যাড্রেসবারে ক্লিক করে পেনড্রাইভ সিলেক্ট করতে হবে। তাহলে পেনড্রাইভ ওপেন হয়ে যাবে।