মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে ঢাকাগামী ফারহান-৫ লঞ্চের ধাক্কায় কহিনুর নামে এক যাত্রীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
গত (১৬ জানুয়ারি) শনিবার রাত সাড়ে ৮টায় দৌলতখান লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা ওই যাত্রীকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতাল প্রেরণ করে। পরে সেখান থেকে তাকে বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ওই যাত্রী দৌলতখান উপজেলার নুরমিয়াট এলাকার সালাউদ্দিনের স্ত্রী। আহত যাত্রীর পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যায় ওই যাত্রী ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা করে লঞ্চঘাটে আসেন। রাত সাড়ে ৮টা নাগাদ ঢাকাগামী এমভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় ওই যাত্রীর বাম পা বিচ্ছিন্ন হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি “সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬” মনিটরিং এ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে ।
আজ (১৩ জানুয়ারি) বুধবার বেলা ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত জেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬” ভঙ্গ করে ব্যানার ও পোস্টার লাগানোর অপরাধে ২ জনকে মোট ১২০০ টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা্, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর আজ বেলা ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ১৪, ১৫ ও ২১ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা ওয়ার্ড-০৫) এ নির্বাচনী আচরণবিধির মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। নির্বাচনী আচরণ বিধির মনিটরিং এ মোবাইল কোর্ট পরিচালনা কালে “সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬” ভঙ্গের কোন ঘটনা পরিলক্ষিত হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বেলা ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ৭ ও ৮ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা ওয়ার্ড-৩) এ নির্বাচনী আচরণবিধির মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় “সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬” ভঙ্গ করে ব্যানার ও পোস্টার লাগানোর অপরাধে ২ জনকে মোট ১২০০ টাকা জরিমানা করেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান বেলা ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ১১, ২৫ ও ২৬ নং সাধারণ ওয়ার্ডে ( সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১০) এ নির্বাচনী আচরণবিধির মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় “সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬” ভঙ্গের কোন ঘটনা ঘটেনি তাই কোন জরিমানা করা হয়নি। তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান স্থানীয় জনগনের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান।
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: ভোলায় জান্নাত (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাত জেলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মুসলে উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
বিগত শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট আলগী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জান্নাতের বাবা-মা ও ভাই ঢাকায় চাকরি করেন। জান্নাত ছোট বেলা থেকেই তার দাদা-দাদীর কাছে থাকে। বিকেলের দিকেও জান্নাতকে স্থানীয়রা বাড়িতে দেখেছেন। রাতে প্রতিবেশীরা তার দাদার ঘরে জান্নাতের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তবে ওই সময় ঘরে তার দাদা ও দাদীকে দেখতে পায়নি।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহতের দাদা-দাদী পলাতক রয়েছেন। তিনি আরো জানান, প্রাথমিকভাবে আমরা মৃত্যুর বিষয়ে কিছু বলতে পারছিনা তবে তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে অপূর্ণ।
তোফায়েল আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,
বিগত ১০ জানুয়ারি রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিনি এই সব কথা বলেন। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিজয়ের পরিপূর্ণতা লাভ করি আমরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলা সরকারি স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
আলোচনা সভা শেষে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে র্যালি বের হয়ে ভোলা শহর প্রদক্ষিণ করে। এ সময় ভোলা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
আজ রবিবার ০৩ জানুয়ারি দুপুরে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্ত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে তাহের নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং এর যৌথ ব্যবস্থাপনায় এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হবে।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (উত্তর)বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার),অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং,মোঃ ফেরদৌস, চেয়ারম্যান, তাহের নাহার ফাউন্ডেশন,মোঃ এমরান, চেয়ারম্যান, তাহের নাহার ফাউন্ডেশন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি, আসন্ন দৌলতখান পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন এর মিলাদ ও দোয়াঁ অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান উপজেলা আওয়ামীলীগ পরিবারের নির্যাতিত কর্মি মোঃ জাকির হোসেন। সদালাপী সচ্ছ মানুষ হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে তার। পারিবারিক ভাবে ব্যাপক শুনাম রয়েছে তাদের। সমর্থন পাচ্ছে দলিয় সকল নেতা,কর্মী,সমর্থদের তাদের দাবি পরিক্ষিত আওয়ামীলীগ পরিবার হিসেবে দল তাদের মুল্যায়ন করবে। ভোলা-২ আসনের মাননীয় সাংসদ জনপ্রিয় নেতা আলী আজম মুকুল এমপি”র বিশ্বস্থ হিসেবে পরিচিত পরিবারটির মুল্যায়ন হবে বলে আশা তাদের। জাকির হোসেন বলছেন মাননীয় সাংসদ প্রিয়নেতা আলী আজম মুকুল এমপি”র একজন কর্মী হিসেবে কাজ করছি।আমি ও আমার পরিবার সবসময় নেতা ও নেতৃত্বের প্রতি আস্থাশীল তিনি যে সিদ্ধান্ত দিবেন তাই চুড়ান্ত। মানুষের সেবা করতে দল আমাকে সুযোগ দিবে বলে আমার বিশ্বাস । দোয়াঁ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন,৬ নং ওয়ার্ড মন্দির কমিটির সম্পাদক পরিমল স্যার,৬ নং ওয়ার্ডের যুবলীগ সাবেক সভাপতি মোঃ দুলাল, দৌলতখান উপজেলা আওয়ামীলীগ যুগ্ন- সম্পাদক সাফিজল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক আব্দুল হাই,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ দুলাল মোল্ল্যা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর যোবায়ের হোসেন যাবু , পড়ে দোয়াঁ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ-সময় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।
চট্টগ্রাম ব্যুরো:
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা, ইউনিট ও মহানগর পর্যায়ের ৬৪ জন নেতাকর্মী মারা গেছেন। এতে করে দলে সাংগঠনিক শূণ্যতা সৃষ্টি হয়েছে। এই শূণ্যতা পূরণে দলের প্রকৃত ত্যাগী ও নিবেদিত নেতাদের শূণ্যপদে পদায়ন করার সিদ্ধান্ত নিয়েছে মহানগর আওয়ামী লীগ।
গত ২৮ ডিসেম্বর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এসএম আলমগীরের শোকসভায় এ তথ্য জানান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আ জ ম নাছির বলেন, করোনাকালে আওয়ামী লীগের মহানগর পর্যায় থেকে শুরু করে থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের ৬৪ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। না ফেরার দেশে চলে যাওয়া এই নেতাকর্মীরা ছিলেন দলের সম্পদ। ক্ষমতায় থাকায় অনেক সুযোগ সন্ধানী বহিরাগত দলে ঢুকে পড়েছে। দলের সম্পদ দুঃসময়ের এই নেতাকর্মীরা কোণঠাসা হয়ে যাচ্ছেন। আর কাউকে আমরা হারাতে চাই না।
‘ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের মহানগর থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সঠিক নেতৃত্বের আসনে আনতে পারলে দলের জন্য তা মঙ্গলজনক হবে। এখন করোনাকালের দ্বিতীয় ঢেউ চলছে। এই ঢেউ প্রতিরোধে প্রত্যেক স্তরের নেতাকর্মীদেরকে স্বাস্থ্যবিধি মেনে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করতে হবে।’
সভায় নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দল এক যুগেরও সময়ের কাছাকাছি ক্ষমতায় থাকায় অনেক সুযোগ সন্ধানী বহিরাগত ঢুকে পড়ায় পরীক্ষিত, ত্যাগী ও দুঃসময়ের নেতাকর্মী কোণঠাসা হয়ে যাচ্ছেন। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।
‘কারণ এরাই দলের মূল সম্পদ, যারা কখনও আদর্শচ্যুত হতে পারেন না। আমরা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে চাই এবং নেতৃত্বের আসনে টেনে আনার জন্য নিরলস প্রয়াস অব্যাহত থাকবে।’
মাহতাব বলেন, এসএম আলমগীর অকালে ঝরে গেলেন। তিনি সংগঠনের দুঃসময়ের কান্ডারি ছিলেন। তার মতো একজন দলীয় নেতার মৃত্যু আমাদেরকে শোকাহত করেছে। এ শোককে শক্তিতে পরিণত করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সামনের কাতারে আনতে চাই।
জহুরুল আলম জসিম ও এরশাদ মামুনের যৌথ সঞ্চালনায় উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কাজী আলতাফ হোসেন।
বক্তব্য রাখেন নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমেদ, মোরশেদ আক্তার চৌধুরী, থানা আওয়ামী লীগের সুলতান আহমেদ চৌধুরী, নিয়াজ আহমেদ, মোজাফফর আহমেদ মাসুম, মোহাম্মদ জাহিদ, ফয়েজ আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের ইকবাল চৌধুরী, ওহিদুল আমিন ও মুজিবুর রহমান শরীফ প্রমুখ।
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি, দৌলতখান পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেন দৌলতখান পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর, মাকছুদুর রহমান বাহার।
আগামী ৩০ জানুয়ারি দৌলতখান পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বর্তমানে তিনি দৌলতখান পৌরসভার ১ নাম্বার প্যানেল মেয়র। তিনি ৬ নং ওয়ার্ডের মানুষের পছন্দের তালিকায় রয়েছেন । মাকছুদুর রহমান বাহার বলেন আমার নেতা ভোলা-২ আসনের জনপ্রিয় সাংসদ আলী আজম মুকুল এমপি “র সকল নির্দেশনা বাস্তবায়নে আমি সর্বদা প্রস্তত। নেতার যে ভালোবাসা বিশ্বাস আমার উপর রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে আমি সর্বদা প্রস্তত। উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন নেওয়ার সময় ৬ নং ওয়ার্ডের নেতা কর্মীরা সাথে ছিলেন। বিকেল ৪ টায় ৬ নং ওয়ার্ডে তার বাসার সামনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
আজকে দ্বিতীয় দিনের মত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুর ও খিরাম এলাকায় সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা ৫ টি ইটভাটা উচ্ছেদ করা হয় সাথে আরো দুটি ইটভাটাকে ৬ লক্ষ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক চট্টগ্রামের সকল অবৈধ ইটভাটায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আজ (২৯ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ও খিরাম এলাকায় সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা ৫ টি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন চট্টগ্রাম ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ আফজালুর ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ, ফটিকছড়ি থানা পুলিশ, র্যাব-৭ ও ফায়ার সার্ভিসের একট দল অংশ নেন।
উচ্ছেদকৃত ইটভাটাগুলো হল ফটিকছড়ি উপজেলার খিরামের মের্সাস খাজা মঈনুদ্দিন চিশতী ব্রিকস ম্যানুফ্যাকচারিং, মেহেরুজ্জাহা রহঃ ব্রিকস, মেসার্স এবি ব্রিকস ম্যানুফ্যাকচারিং,শাহ আমানত ব্রিকস, নেক্সাস ব্রিকস। উল্লিখিত ব্রিকস ফিল্ডগুলোর কাঁচা ইট, চুলা ও চিমনি ধ্বংস করা হয়। এছাড়াও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী মেসার্স এ বি ব্রিকস ম্যানুফ্যাকচারিং ৪ লক্ষ ৯৯ হাজার টাকা ও মেসার্স শাহ আমানত ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান জানান, উচ্ছেদকৃত ইট ভাটা গুলোয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রদত্ত লাইসেন্স নেই, নেই পরিবেশগত ছাড়পত্র বা অবস্থান নির্ধারণের ছাড়পত্র। সেইসাথে বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র নেই। ইটভাটাগুলো সরকারী অনুমোদন না নিয়ে অবৈধ ভাবে গরে উঠেছে । কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদিত করে আসছিল। কোন কোন ইটভাটার পঞ্চাশ থেকে একশ মিটারের মাঝেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আজকের অভিযানে ৫টি ইটভাটা উচ্ছেদ করা হয় এবং দুটি ইটভাটাকে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ আফজালুর ইসলাম জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রাম জুড়ে এ অভিযান চলবে। পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী ফটিকছড়ি উপজেলায় ৪১ টি ইটভাটা অবৈধ আছে। ফলে পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে।
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি, ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র জাকির হোসেন তালুকদার।
আজ (২৬ ডিসেম্বর) শনিবার আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ড এ তথ্য জানায়। এ বিষয়ে জাকির হোসেন তালুকদার বলেন, পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য বৃন্দের প্রতি। এদিকে নৌকা মনোনয়ন পাওয়ার চূড়ান্ত সংবাদ জানামাত্রই দৌলতখান পৌর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন জাকির হোসেন তালুকদারের সমর্থকরা।