ইসলামের অন্যতম শ্রেস্ট সাহাবায়ে কেরাম, হযরত মোহাম্মদ মোস্তফা ( সা;) কর্তৃক বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত হযরত মওলা আলী ইবনে আবু তালিব ( আ:) এর ওফাত বার্ষিকী স্মরণ ও মাহে রমজানুল মোবারক উপলক্ষে সাময়িকী সূফিকথা ও মাওলানা মোহাম্মদ আমীর হোসেন মাইজভান্ডারীর ব্যবস্হাপনায় ইফতার মাহফিল, আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুস্টান লেখক ও ছড়াকার মাওলানা এস এম শামসুদ্দীন নঈমী’র সভাপতিত্বে ২১ রমজান, ১৩ এপ্রিল বৃহস্পতিবার ২০২৩ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এর ছামিদরখোয়াং গ্রামের চানপাড়ায় অনুস্টিত হয়।
এতে অতিথী হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক নূর আহমদ শাহ আল মাইজভান্ডারী , শিক্ষক আবুল কালাম, সংগঠক নুর মোহাম্মদ, ডা: ও লেখক সুপন বিশ্বাস, মাওলানা শামসুদ্দিন নঈমী প্রমুখ।
উক্ত অনুস্টানে অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন, মোহাম্মদ ইসহাক, সমাজসেবক জহির আহমদ, মাওলানা আমির হোসেন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ এরশাদ হোসাইন, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ সাবির হোসাইন , মোহাম্মদ জুবায়েদ হোসেন, নুরুল আলম ইয়াছিন প্রমুখ।
মাহে রমজানের তাৎপর্য শীর্যক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ গোমদন্ডী সদর শাখার ব্যবস্হাপনায় গত ১৯ রমজান, ১১ এপ্রিল মঙ্গলবার ২০২৩ বোয়ালখালী উপজেলার গোমদন্ডীস্হ বহদ্দারপাড়ার বোয়ালখালী ইভেন্ট এর মিলনায়তনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখার সভাপতি
সাংবাদিক, খাদেম আল সিরাজ ভাণ্ডারী সভাপতিত্বে ও ইমরান হোসাইন এর সঞ্চালনায় অনুস্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গোমদণ্ডী দরবার শরীফে সাজ্জাদাশীন পীরজাদা হযরত শাহসূফি মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী (মঃ)।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক ইউছুপ রোজা, দরবারে উজিরিয়ার আলহাজ্ব আবুল হাসেম ফকির মাইজভাণ্ডারী (মঃ),
ফরিদভাণ্ডার এর মন্তাজেম ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ।
এতে অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন
লেখক, সাংবাদিক নুর মোহাম্মদ, সাংবাদিক আবু নঈম, শাহদাত হোসাইন জোনায়েদী, জলিলভাণ্ডার দরবার শরীফে শাহজাদা মোঃ সাইফুউদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা, হাজি মোহাম্মদ নবী,
রমেশভাণ্ডার এর ডাঃ ননি গোপাল শীল, কল্পতরু শীল,
আবদু সুবহান, মোঃ শের আলী খান, ইদ্রিছ সওদাগর, মোঃ এরশাদ, মোঃ নওশাদ প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, নড়বড়ে ঈমান, দূর্বল আমল নিয়ে পড়ে না থেকে ত্বরিকত চর্চা ও মাহে রমজানের আত্মশুদ্বি ও সংযমের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে জীবন পরিচালনা করতে হবে। এ পথে অলি- অাউলিয়ারা সকল শ্রেণীপেশার মানুষের জন্য আদর্শের প্রতীক।
বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- রাউজান উপজেলা শাখা, চট্টগ্রামের উদ্যোগে “১১তম ডিএক্স প্রদর্শনী ২০২৩” অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ ও ১২ মার্চ ২০২৩ চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামে এই ডিএক্স প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের মহাসচিব নুর মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি নারায়ন হাট ডিগ্রী কলেজের অধ্যাপক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, কবি ও লেখক সৈয়দ শামসুদ্দিন সুমন, লেখক ও গবেষক সৈয়দ নেছার উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, সংগঠক মহিউদ্দিন জীবন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- রাউজান উপজেলা শাখার এরশাদ উদ্দিন, আরিফুল্লাহ সাকিব, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. ওমর ফারুক, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইকবাল হোসেন, সাজ্জাদ হোসেন, সৈয়দ মোহাম্মদ আরাফাত, নুরুল আলম ইয়াছিন প্রমুখ। দুই দিন ব্যাপী অনুষ্ঠানে দেশ ও বিদেশের বিভিন্ন বেতারের ডকুমেন্টেশন প্রদর্শন করা হয় এবং দর্শকদের বাংলাদেশ বেতার ও অন্যান্য বিদেশী বেতার অনুষ্ঠান শুনতে উৎসাহিত করা হয়। এছাড়া সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিনটি সংগঠন ও চার জন বিশিষ্ট ব্যক্তিকে একাধিক ক্যাটাগরীতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সংগঠন হচ্ছে, রাউজান প্রেসক্লাব, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন ও রেজা এ কামালিয়া আশেকান পরিষদ নোয়াপাড়া। বিশিষ্ট ব্যক্তিরা হলেন, আলহাজ¦ আবদুল হালিম সিআইপি, লেখক ও সংগঠক সৈয়দ মোহাম্মদ নেছার উদ্দিন, কবি ও লেখক সৈয়দ শামসুদ্দিন নঈমী এবং লেখক বেলাল হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
চলমান পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী পুত্র চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তারই অংশ হিসেবে আজ বুধবার বিকেল ৪ ঘটিকায় নগরীর ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের গোয়ালপাড়ার ডায়বেটিক হাসপাতালের মাঠে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্বাবধানে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব সলিমুল্লাহ বাচ্চু,নগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,যুবলীগ নেতা রিটু দাশ বাবলু,ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো:ইসমাইল মনু,এ্যাড: শ্রীপতি কান্তি পাল,এ্যাড: মানিক দে,যুগ্ম-সাধারণ সম্পাদক বিপু ঘোষ বিলু,সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান সারু,সুজিত ঘোষ,সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক সবুজ কান্তি দে, আজাদ উল্লাহ নেজাম,এমএ আওয়াল,মনজুরুল আলম,রফিক আহমেদ, কবির আহমেদ,এস কে আকরাম,আশিষ চক্রবর্তী বাচ্চু,গোপাল ঘোষ, এএম কুতুব উদ্দীন চৌধুরী,রতন ঘোষ,মোর্শেদ আলম, দেলোয়ার হোসন,মো:ফরিদ,আবু তাহের রানা,মো: ইকবাল হোসেন,দোলোয়ার হোসেন ডন,ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম,মনির ইসলাম,আনোয়ার হোসেন পলাশ,রিপন ঘোষ,জোবায়ের আলম আশিক,আব্দুল্লাহ আল সাইমুন,কাজী ইসমাইল সাকিব,রাকিব চৌধুরী,রতন চৌধুরী,ইয়াছির আরফাত রিকু,মো: তামিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছিলেন চট্টগ্রামের হতদরিদ্র মানুষের বন্ধু। তিনি সবসময় গরিব,অসহায় মানুষের পাশে দাড়াতেন,তাদের সুখ দূঃখের খবর নিতেন।রমজানে হাজার হাজার সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করতেন। মহিউদ্দিন চৌধুরীর সেই দায়িত্ব এখন যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন তারই সুযোগ্য পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রমজানে তিনি চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন। রমজান মাসকে ঘিরে হাজার হাজার পরিবারের কাছে তার এই ইফতার ও সেহরি সামগ্রী সাধারণ মানুষের মুখে হাসি ফুটাচ্ছে।এসময় বক্তারা সমাজের বিত্তবানদের ও মানুষের পাশে এসে দাড়ানোর আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেলের পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নগরীর অলংকার কনভেনশন হলে বাদে আছর এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাবেক ছাত্রনেতা সৈয়দ, সাইফুদ্দিন সাইফুল, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিন লুভন, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এস.এম ফারুক, আরিফ,আকবর,
সেচ্ছাসেবক লীগ নেতা রনি, আজাদ, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর,
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম,
পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃইমতিয়াজ উদ্দিন আকিল , ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন,সিদ্ধার্থ শংকর দাশ, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবিব রবি, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আজাদ সহ প্রমুখ।
হযরত শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী ( ক:) স্মরণ, গাউছে জামান মাওলানা সৈয়দ আমিনুল হক হারবাংগীরি ও তাহার বিবিজান এর বার্ষিক ওরশ শরীফ নানান কর্মসূচী পালনের মধ্ব দিয়ে ২০ চৈত্র, ৩ এপ্রিল ২০২৩ সোমবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফে অনুস্টিত হবে।
এতে কর্মসূচি মাঝে আছে মিলাদ মাহফিল, ইফতার, জিকির- আজকার, ছেমা মাহফিল, মোনাজাত ও তবরুক বিতরণ ।
এতে সকল ভক্ত, আশেকান প সংশ্লিস্টদের যথাসময়ে উপস্হিত থাকার জন্য পীরজাদা মাওলানা ছৈয়দ মোহাম্মদ মিঞা শাহ ( ম: জি: আ:) আল- হারবাংগীরি,
শাহজাদা সৈয়দ রহমান মিঞা আল হারবাংগীরি ও শাহজাদা মাওলানা সৈয়দ আহমদ মিঞা আল- হারবাংগীরি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।
অডিপিটি ফাউন্ডেশন বাংলাদেশ ও অতীশ দীপঙ্গর পীস ট্রাস্ট এর বার্ষিক সাধারণ সভা গত
২০ জানুয়ারি শুক্রবার ২০২৩ চট্টগ্রামের জামালখানস্হ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে
বিকাল ৩ টা হতে সন্ধা ৭-৩০ পর্যন্ত এডিপিটি বাংলাদেশ ফাউন্ডেশন ট্রাস্টি, এডিপিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ দিবাকর বড়ুয়া সভাপতিত্বে ও
অতীশ দীপঙ্গর পীস ট্রাস্টের সাধারণ সম্পাদক সনৎ কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুস্টিত হয়।
ট্রাস্ট ও ফাউন্ডেশনের সার্বিক বিষয়ে মতামত প্রদান করেন- এড. মীর ফেরদৌস সেলিম, প্রনবরাজ বড়ুয়া, ট্রাস্টি অধ্যাপক সুপ্তি বড়ুয়া, এস এম আবুল ফজল, অসীম বড়ুয়া, সম্পা চৌধুরী, এনা স্যামসন, হাসান মোহাম্মদ রিপন, শাক্য বড়ুয়া, শরিফ নবাব হোসাইন, ভানু রন্জন চক্রবর্তী, অজিত কুমার আইচ, নুর মোহাম্মদ, প্রনব বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ প্রমুখ। উক্ত অনুস্টানের
সার্বিক সহযোগিতায় ছিলেন মিন্টুন বড়ুয়া, মিন্টু বড়ুয়া প্রমুখ।
উক্ত সাধারণ সভায় বাৎসরিক প্রতিবেদন পেশ, কর্মপরিকল্পনা, সদস্যপদ প্রদান সহ ও বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্বান্ত গৃহীত হয়।
মোহাম্মদ মাসুদুল ইসলাম মাসুদ। ফটিকছড়ি।
হিজর’ শব্দ থেকে ‘হিজড়া’ শব্দের উৎপত্তি, যার অর্থ দাঁড়ায়, ‘লোকালয় পরিবর্তনকারী’। অর্থাৎ অনেকের মধ্যে অন্য পথে হাঁটা বা অন্য অবস্থানে চলে যাওয়া ব্যক্তিকে বলা হচ্ছে ‘হিজড়া’! আমাদের দেশে হিজড়ারা পিছিয়ে পড়া এক জনগোষ্ঠী। জোরপূর্বক চাঁদা আদায় থেকে শুরু করে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে হিজড়াদের নাম। হিজড়া যার আভিধানিক অর্থ পরিবর্তন বা Migrate বা Transfer। শারীরিক ত্রুটির কারণে হিজড়াদের জন্ম। হিজড়ারা সমাজে সাধারণত ক্লীবলিঙ্গ হিসেবে বিবেচিত বা পরিচিত। তারা আগে অবহেলিত থাকলেও বর্তমানে সরকার তাদের জন্য অবেন উন্নয়ন মূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে। সরকার তাদের জন্য আলাদা আলাদা পদক্ষেপ নিয়েছে। প্রতি অর্থ বছরে তাদের জন্য আলাদা আলাদা বাজেট দেওয়া হয়, বয়স্ক ভাতা দেওয়া, কর্মমুখী শিক্ষা সহ অনেক কিছু। এত কিছু দেওয়া হলেও গ্রামেগঞ্জে এখনো অনেক সুবিধা বঞ্চিৃত হিজড়া রয়েছে। যারা গ্রামে, হাটে বাজারে, মার্কেটে, দোকানে,জনসম্মুখে অনেক বিব্রতকর ঘঠনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আসন্ন রমজান উপলক্ষে ফটিকছড়ি আজাদী বাজারে সাধারণ মানুষ, দোকানদার, ব্যবসায়ীবৃন্দরা যাতে এই বিব্রতকর পরিস্থিতিতে পরতে না হয় সেইজন্যই তারা আজ এক মতবিনিময় সভা “হিজড়া” জনগোষ্ঠী নিয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে দীর্ঘক্ষণ আলোচনা চলে। দীর্ঘ আলোচনা শেষে এই জনগোষ্ঠী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে একমতে আসেন এই বলে যে, রমজান মাসে তারা আজাদী বাজারের সর্বস্তরে ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষ কে কোনো প্রকার হয়রানি করবেনা। যে যা তাদের হাতে দিবে তারা তাই গ্রহণ করবে। কোনো রুপ হয়রানি বা দাবী মূলক কিছু করবেনা।
এই ব্যাপারে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক – জনাব ফারুক সাহেব জানান তাদের সাথে আমাদের একটি কমিটমেন্ট হয়েছে, রমজান মাসে বা অন্য কোনো সময় কারো সাথে কোনো রুপ জোরপূর্বক কিছু দাবি করবেনা। তিনি বলেন, সবাই মানবিক দিক চিন্তা করে যাতে তারাও কোনোরুপে দিনাতিপাত করতে পারে সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। যে কোনো পরিস্থিতিতে সবাই দয়া করে ব্যবসায়ী কল্যাণ সমিতিকে এই পবিত্র রমজান মাসে সার্বিক সহযোগীতা করবেন। বাজার পরিস্থিতির আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে একটি টিম সার্বিকভাবে কাজ করবে। যানজট নিরসনে আরো একটি টিম সার্বিকভাবে কাজ করবে। সভাপতি বাবুল সাহেব বলেন, দিনে কিংবা রাতে প্রধান সড়কের ওপর কেউ মোটরবাইক বা সি এন জি, অটোরিকশা রেখে বা যত্রতত্র পার্কিং করে বাজারে যানযট সৃষ্টি না করার অনুরোধ জানান। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক সাহেবেরও সার্বিক সহযোগীতা কামনা করেন বলে উভয় জানান।
স্থায়ী কার্যালয় পাচ্ছে রাউজান প্রেস ক্লাব ; ফজলে করিম এমপির সাথে নেতৃবৃন্দের মতবিনিময় ও শুভেচ্ছা।
রাউজান প্রতিনিধি
রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন রাউজানের সুনাম বৃদ্ধিতে সকলে একযোগে কাজ করতে হবে। এতে সাংবাদিকদের ভুমিকা আরো বেশি রাখতে হবে। এসময় তিনি রাউজানের সাংবাদিকদের প্রকৃত সংগঠন রাউজান প্রেস ক্লাবকে স্থায়ী কার্যালয় ও নির্মাণ কাজে আর্থিক সহায়তা প্রদান করেন।
গতকাল (২৩.০৩.২৩ইং) বৃহস্পতিবার বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মনোনীত হওয়ায় নগরীর পাথরঘাটাস্থ ইকবাল ভিলায় রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক সরোয়ার উদ্দিনের সভাপতিত্বের উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজি, সহ সভাপতি এ.এম মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি, অর্থ সম্পাদক কেএম বাহাউদ্দীন, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, নুর মোহাম্মদ, মিলন বড়ুয়া প্রমুখ।
আনারসের রসে ভরপুর বখতপুর বাসী, নৌকার পরাজয়।
মাসুদুল ইসলাম, দীর্ঘ ১৪/১৫ মাস আইনী লড়াই শেষ করে শেষ হাসি হাসলেন ফারুক উল আজম বি এস সি। নৌকা নিয়ে পরাজয়ের স্বাদ গ্রহণ করলেন হেভী ওয়েট প্রার্থী আওয়ামী লীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোলাইমান বি কম।
দীর্ঘ দিন নীরবে সরবে আইনী লড়াই চালিয়ে গিয়েছিলেন ফারুক উল আজম। সাধারণ জনগন বখতপুরের নির্বাচনের আশা ছেড়ে স্বাভাবিক ভাবেই দিন যাপন করে যাচ্ছে। হঠাৎ করে হাই কোর্ট থেকে স্বতন্ত্র প্রার্থী ফারুক উল আজম নির্বাচনের ফাইনাল ডিগ্রী নিয়ে আসেন। এর আগেও তিনি দুই বার ডিগ্রী নিয়ে আসেন কিন্তু সোলাইমান বি কম তার এগেস্টে আবারো কোর্টে আপিল করে পিছিয়ে দেন নির্বাচন কিন্তু শেষ পর্যন্ত ফারুকই তার পক্ষে রায় নিয়ে বখতপুরের নির্বাচনের নিশ্চয়তা ফিরিয়ে দেন। ৫ দিনের প্রচরনার আলটিমেট সময়ে উভয় প্রার্থী কোমর বেঁধে মাঠে নেমে পড়েন। সকাল থেকে প্রচরণা ও সন্ধ্যা থেকে উঠোন বৈঠক ও কর্মী সমাবেশ চালিয়ে যান। উভয় সমাবেশে চলে পাল্টাপাল্টি বক্তব্য। সোলাইমান বি কম আওয়ামী লীগের নৌকা প্রার্থী হিসেবে উপজেলা জেলা পর্যায়ে হেভী ওয়েট প্রার্থী গণ বি.কম. সাহেবের পক্ষে প্রচরণায় নেমে পড়েন। পক্ষান্তরে ফারুক উল আজম সাধারণ জনগন সাথে নিয়ে নির্বাচনী যুদ্ধ চালিয়ে যান।
চলতে থাকে নানা জল্পনা কল্পনা। সাধারণ জনগন দেখতে থাকে শেষ হাসিটা কার হয়। সোলাইমান বলয়ের শক্ত প্রচরণায় ফারুক বলয় কিছুটা স্নায়ু চাপে থাকলেও তারা নীরব কৌশল অবলম্বন করেন। ফারুক বলয়ে দেখা যায় বৃদ্ধ যুবক যুবতী সহ সাধারণ জনগনের একটি নীরব সমর্থন। তাদের মধ্যে একটি আশা ছিল মানুষ যদি সুষ্ঠু ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফারুক উল আজম ( আনারস) হয়ত বিশাল ভোটে জিততে পারে। সবাই ফারুক উল আজমের সাহসের তারিফ করে বলেন ফারুক শেষ পর্যন্ত লড়াই করে নির্বাচন পর্যন্ত নিয়ে এসেছে তার জন্যই সেই অবশ্যই প্রশংসার দাবিদার। ফারুক উল আজম তার এডভোকেট ছোট ভাই শেষ পর্যন্ত তার সাথে লড়াই ও সাথে থেকে সাহস জোগানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খুব অল্প সময়ের মধ্যে উভয় প্রার্থী কোনো সাংঘর্ষিক ছাড়াই চমৎকার একটি নির্বাচনী প্রচরণা শেষ করেন। প্রচরণায় উভয় প্রার্থী একে আরেকের প্রার্থীর দোষ ত্রুটির ফুলঝুরি ছড়ালেও তার মধ্যেও অনেক রসালো রসালো কথা জনগণ উপভোগ করেন। শেষমেষ গত ২০ মার্চ গ্রাম পর্যায়ে ডিজিটাল বাংলার স্লোগান “গ্রাম হবে শহর ” এই কথার রেশ ধরে আধুনিক ই ভি এম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। তার ২ দিন আগে প্রতিটি কেন্দ্রে ভোটারদের ই ভি এম পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ২০ তারিখ কোনো ঝামেলায় ছাড়াই বখতপুরের সেই কাঙ্ক্ষিত নির্বাচন শেষ হয়। নির্বাচনে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পরার মত। প্রতিটি কেন্দ্রে ভোটারদের মধ্যে বেশি ভোটার ছিল মহিলা ভোটার। শতকরা ৩৪ % ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তথ্য মতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফারুক উল আজম আনারস মার্কা ভোট পায় সর্বমোট ১ হাজার ৫৭ ও পক্ষান্তরে হেভী ওয়েট প্রার্থী সোলাইমান বি কম নৌকা প্রতিক নিয়ে ১ হাজার ৭৪ ভোট পায়। ভোটার উপস্থিতি কম নিয়ে নির্বাচনী কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানায়, যেহেতু শুধু চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহণ হচ্ছে কিন্তু মেম্বারদের ভোট নেই তাই উপস্থিতি একটু কম। মেম্বারী নির্বাচন সহ থাকলে প্রতিটি মেম্বার পদপ্রার্থীরা ভোটার নিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালায় সেহেতু ভোটার সংখ্যা বেশ থাকে। আরও একটি ব্যপার হচ্ছে, ই ভি এম পদ্ধতি হওয়ায় ভোটার দ্রুত ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করতেছেন তাই লাইনে ভোটার সংখ্যা কম দেখায়। সর্বোপরি নির্বাচনী কর্মকর্তা, অতিরিক্ত প্রশাসন, নির্বাচনী কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করে বলেন সুন্দর একটি নির্বাচন আমরা দিতে পেরেছি এবং বখতপুর বাসী আমাদের আন্তরিক ভাবে সাহায্য করেন। গোলদার বাড়ি দায়িত্বে থাকা একজন এস আই জানান, আজকে আমাদের একটি হুইসিল ও মারতে হয়নি এবং সবাই আমাদের আন্তরিক ভাবে সহযোগিতা দেখান। ভোট গণনা শুরু হতে ১৫/২০ মিনিটের মধ্যে ফলাফল আসতে থাকে,সেই সাথে সাথে বখতপুরের চেয়ারম্যানের চেয়ার পরিবর্তন হওয়ার আভাস পেতে থাকে জনগণ। সন্ধ্যার আগেই নিশ্চিত হয়ে যায় স্বতন্ত্র প্রার্থী ফারুক উল আজমের বিজয়। বাঁধ ভাঙ্গা আনন্দে মেতে ওঠে ফারুক সমর্থন গোষ্ঠী। তার ঘরের সামনে চলতে থাকে ঢোল বাধ্য বাজনা সহ পে পু বাঁশির শব্দ। ফলাফল ঘোষণা শুনে অশ্রু সিক্ত নয়নে ফারুক উল আজম ছুটে চলেন তার বাড়ি তালুকদার বাড়ির ঘরে তার বৃদ্ধ মাকে সালাম করতে। মা কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক উল আজম। তারপর ছুটে যান উপজেলা কেন্দ্রে, সেখান থেকে ফাইনাল ফলাফল নিয়ে তিনি আবার বাসায় ফিরে আসেন। গভীর রাত পর্যন্ত চলতে থাকে আনন্দ মিছিল। দলে দলে জনগণ ফুল হাতে ছুটে আসেন তার বাস ভবনে। সর্বশেষ তিনি, এই প্রতিবেদক কে বলেন, আমি আগামী দিন গুলোতে সোলাইমান বি কম সাহেব সহ বখতপুরের সকল জনগণকে সাথে নিয়ে বখতপুরের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। দেখা যাক নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক উল আজম তার দেওয়া ওয়াদা ও জনগণকে কতটুকু সন্তুষ্ট রাখতে পারে?