চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সরকারি নির্দেশনা না মেনে অবৈধ ভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।
আজ মঙ্গলবার ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত লোহাগাড়ায় ২য় দিনের অভিযানে কৃষি জমি ও পাহাড় থেকে মাটি কাটার অপরাধে ইটভাটা তিনটি উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটা ৩টি গুঁড়িয়ে দেয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন ও র্যাবের উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
উচ্ছেদকৃত ইটভাটাগুলো হল লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের অন্তর্গত এসবিএন, এসএমবি, সিবিএম ব্রিক ফিল্ড।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, উচ্ছেদকৃত ইটভাটাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রদত্ত লাইসেন্স নেই। নেই পরিবেশগত ছাড়পত্র। বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্রও নেই। এইগুলো সম্পূর্ণ অবৈধ ভাবে গড়ে উঠেছে। কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদিত হয়ে আসছিল। অনেকেই কৃষি জমি রক্ষার্থে দাবী জানিয়ে আসছেন। কোন কোন ইটভাটার পঞ্চাশ থেকে একশ মিটারের মাঝেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী লোহাগাড়া উপজেলায় অধিকাংশ ইটভাটা অবৈধ। ফলে পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জানান, আদালতের নির্দেশনা মোতাবেক লোহাগাড়া উপজেলা থেকে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান শুরু করেছি । আজকে দ্বিতীয় দিনের অভিযানে মোট তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। লোহাগাড়া উপজেলায় অর্ধ শতাধিক ইটভাটার মধ্যে ৫-৬টি ছাড়া বাকি ইটভাটা গুলোর বৈধতা নেই। আমরা পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ করবো ।
সবুজের যাত্রা মহিলা উন্নয়ন সংস্থা একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন। এই সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরী সহযোগিতা ও এষড়নধষ অভভধরৎং ঈধহধফধ এর আর্থিক সহযোগিতায় আনোয়ারা উপজেলায় সংস্থার কার্যালয়ে আজ ১০ই ডিসেম্বর বিশ^ মানবাধিকার দিবস উদ্যাপন করা হয়। সভাপতিত্ব করেন সবুজের যাত্রার নির্বাহী পরিচালক ছায়েরা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মিসেস রাবেয়া চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ সোলেয়মান, গোয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন, ইউপি সদস্য বতলু আক্তার সহ প্রমুখ মহোদয়গণ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডঠখই প্রকল্পে উপকার ভোগী কিশোরী রায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ। এবারের বিশ^ মানবাধিকার দিবসে প্রতিপাদ্য বিষয় নিয়ে “ঘুরে দাঁড়াবো আবার” সবার জন্য মানবাধিকার সভার আলোচকরা তাদের আলোচনা উপস্থাপন করেন।
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি, ভোলা উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ট্রাক চাপায় বাসেদ (৪০) নামে এক গাছ কাটা শ্রমিক নিহত হয়েছে।
গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আজিমুদ্দিন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসেদ সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মৃত সৃজন আলীর ছেলে। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, বিকালের দিকে গাছ কাটা শেষ করে শ্রমিক বাশেদ রাস্তায় পাশে দাড়িয়ে ছিলো। এ সময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে পথচাররি শ্রমিককে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা হাসপাতালে আনার পথে সে মারা যায়। পুলিশ নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ঘাতক ট্রাকটি ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশ পেট্রোল কার কার্যক্রমের উদ্ধোধন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
এ উপলক্ষে অদ্য ০১ ডিসেম্বর, ২০২০ খ্রী. ১১ঃ০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্ত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম। এসময় নাভানা গ্রুপের পক্ষ থেকে ০২ টি, স্মার্ট গ্রুপের ০১ টি ও চট্টগ্রাম চেম্বার্সের পক্ষ থেকে ০১ টি পেট্রোল কার সিএমপি কমিশনার মহোদয়কে হস্তান্তর করা হয়।
প্রতিটি পেট্রোল কারে একজনএস আই, একজন এ এস আই ও দুইজন কন্সটেবল সহ ০৪ জন পুলিশ সদস্য দায়িত্বরত থাকবেন৷ ইনবিল্ট সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ভাবে গাড়ির কার্যক্রম মনিটরিং করা হবে। প্রতিটি গাড়িতে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, হ্যালার, ক্রাইমসিন বক্স, ওয়াকিটকি সহ প্রয়োজনীয় সরঞ্জামাদী থাকবে। এই উদ্যোগের ফলে দ্রুততম সময়ে টহলের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার অপরাধ নিয়ন্ত্রণও আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব হবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি এর সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ নাসিমুল গণি, সিনিয়র ম্যানেজার, নাভানা গ্রুপ, আফফান বিন আনোয়ার, সিনিয়র এক্সিকিউটিভ, নাভানা গ্রুপ, মজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট গ্রুপ সহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে নব নির্বাচিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ (সিবিএ) এর নেতারা সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সম্প্রতি অনুষ্ঠিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (সিবিএ) রেজিঃ ২৫৮৩ এর নির্বাচন ২০২০ এ, নব নির্বাচিত ‘হাসনু-আসলাম পরিষদ’ এর নেতৃবৃন্দ চট্টল বীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর এর সংগ্রামী সভাপতি হাসিনা মহিউদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে নব নির্বাচিত কমিটির নেতারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বাংলাদেশ রেল মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও রাউজানের মাটি ও মানুষের প্রিয় নেতা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সাথেও সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তারা নির্বাচিত প্যানেলকে অভিনন্দন জ্ঞাপন করে আহবান জানান যে, ভোটাররা আপনাদের দেয়া প্রতিশ্রুতি ও প্রত্যাশার উপর শতভাগ আস্থা রেখেছে। আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে নির্বাচিত করে যে পবিত্র দায়িত্ব দিয়েছে, অবশ্য আপনারা সে দায়িত্ব অত্যধিক সচেতন ও আন্তরিকতার সাথে পালন করে তাদের আস্থার প্রতিদান দিবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা যেকোন ধরণের সহযোগিতার জন্য নির্বাচিত প্যানেলের পাশে থাকার কথা বলেন।
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জে আত্মীয়ের বাড়িতে নৌকাযোগে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছেন এক প্রবাসীর স্ত্রী (২৬)। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত ধর্ষক বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত বোরহান উদ্দিন করিমগঞ্জ উপজেলার রৌহা পূর্বপাড়ার তারা মিয়ার ছেলে।
অন্যদিকে ধর্ষণের শিকার নারী পার্শ্ববর্তী মনসন্তোষ গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী।
মামলার এজাহারে প্রবাসীর স্ত্রী উল্লেখ করেছেন, অভিযুক্ত বোরহান উদ্দিন পাশের গ্রামের হওয়ায় সে তার পরিচিত। প্রায় সময় দুজনের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা হতো।
প্রবাসীর স্ত্রী ফুফুর বাড়ি একই উপজেলার সাগুলী গ্রামে যাওয়ার জন্য শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টার দিকে বালিখোলা ঘাটে যান।
সেখানে বোরহান উদ্দিনের সাথে তার দেখা হলে সেও সাগুলী গ্রামের আত্মীয়ের বাড়িতে যাবে বলে জানায়। পরে স্বপন মিয়া নামে এক মাঝির নৌকা ভাড়া করে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বোরহান নৌকায় ওঠে।
বালিখোলা ঘাট থেকে নৌকাটি ছাড়ার পর সাগুলীর দিকে না গিয়ে সুতারপাড়া খাকশ্রী গ্রামের দিকে গিয়ে ভুষারকান্দা গ্রামের বিলে নিয়ে যায়। সেখানে নৌকার মধ্যে জোরপূর্বক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে বোরহান।
পরে রাত ৮টার দিকে ফাজিলখালী বাজারে নৌকা থেকে নামিয়ে একটি অটোরিকশায় তুলে দেয়ার সময় প্রবাসীর স্ত্রী ডাকচিৎকার শুরু করেন।
এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে প্রবাসীর স্ত্রীর মুখে ধর্ষণের ঘটনা শুনে অভিযুক্ত বোরহান উদ্দিনকে আটক করলেও নৌকার মাঝি স্বপন মিয়া নৌকা নিয়ে দ্রুত সটকে পড়ে।
রোববার (১ নভেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ভুষারকান্দা গ্রামের একটি বাড়িতে এলাকাবাসীর হেফাজতে থাকা অভিযুক্ত বোরহান ও প্রবাসীর স্ত্রীকে থানায় নিয়ে যায়।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে বোরহান উদ্দিন ও নৌকার মাঝি স্বপন মিয়া এই দুইজনকে আসামি করে রোববার (১ নভেম্বর) থানায় মামলা দায়ের করেছেন।
এই মামলায় বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপর আসামি স্বপন মিয়াকে গ্রেপ্তারের জন্য তারা তৎপর রয়েছেন।
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল আমল রাসেল সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ কুড়িগ্রাম-৩ আসনে সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মরিরুজ্জামানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, প্রেসক্লাব উলিপুর এর সদস্য সচিব আল এনায়েত করিম রনি, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সোহরাব আলী মোল্লা, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রুবেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌলা।অনুষ্ঠানে তিনজন সফল যুবক, উদ্যোক্তা ও সংগঠককে ক্রেস্ট ও চারজনকে ৫০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে ৫০ জন প্রশিক্ষণার্থী
বিদেশ থেকে কেউ দেশে আসলে তাদের করোনা টেস্ট এবং কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হওয়া করোনা মহামারির দ্বিতীয় ধাক্কার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।রোববার (০১ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।করোনা মহামারির দ্বিতীয় ধাক্কার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে সবকিছুতে একটা স্থবিরতা এসে গেছে।
সবচেয়ে দুঃখজনক আমাদের শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। সেটা শুধু আমাদের দেশে না, বিশ্বব্যাপী এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারপরও আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাসগুলো চালাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি। সবাই যার যার পড়াশোনা নিজেরাই করতে হবে। বাবা-মাও সেটা যেন দেখে।তিনি বলেন, বর্তমানে আবারও বিশ্বব্যাপী করোনাভাইরাসের একটা প্রাদুর্ভাব ব্যাপকভাবে দেখা দিচ্ছে। ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা দিয়েছে। আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে। যেকোনো কাজে সবাই মাস্ক ব্যবহার করবেন। আমি হয়তো মাস্ক ছাড়া বক্তব্য দিচ্ছি, কারণ আমার আশপাশে কেউ নেই। সবাই দূরে।
সারাক্ষণ পরে থাকতে হবে তা নয়, কিন্তু যখন কারো সুযোগ মিশবেন বা কোনো জনসমাগম বা মার্কেটে যাবেন তখন অবশ্যই মাস্ক পরে নিজেকে সুরক্ষিত করবেন এবং অপরকেও সুরক্ষিত করবেন।প্রধানমন্ত্রী বলেন, বাইরে থেকে যারা আমাদের দেশে আসবেন তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা এটা আমাদের বিমানবন্দর থেকে শুরু করে প্রত্যেকটা বন্দরে বন্দরে এখন থেকে আবার ব্যবস্থা নিতে হবে। কেউ ঢুকতে গেলেই করোনাভাইরাস ঢুকছে কি-না সেটা পরীক্ষা করতে হবে।
শেখ হাসিনা বলেন, ফ্রিল্যান্সিং যারা করেন তারা যেন স্বীকৃতি পান, সে বিষয়ে আমরা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেছি। আমাদের আইসিটি মন্ত্রণালয় সে বিষয়ে কাজ করছে।তিনি বলেন, ‘বিয়ের বাজারেও ছেলে ফ্রিল্যান্সিং করে বললে বলে সেটা আবার কী? আমি এখানে মেয়ে বিয়ে দেব কেন? অনেক ক্ষেত্রে স্কুল- কলেজে ভর্তি নিতে চায় না। বলে, আপনার আয় তো নিয়মিত নয়।’তিনি আরও বলেন, ‘ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা আছে সেটা আমি জানি। যেহেতু এখানে কোনো রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, সার্টিফিকেট নেই, স্বীকৃতি নেই, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে আপনি কী করেন? যদি বলে ফ্রিল্যান্সার অনেকেই বুঝতেই পারে না ব্যাপারটা কী। কেউ হয়তো এটার স্বীকৃতি দেয় না।’
কুড়িগ্রাম :স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচীর আওতায় কুড়িগ্রামের চিলমারীতে অ্যাসেন্ড বাংলাদেশের আয়োজনে ও লেপ্রা-বাংলাদেশের সহযোগীতায় ফাইলেরিয়া রোগের প্রচার প্রচারনা ও সামাজিক আন্দোলন জোড়দারকরণ বিষয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার এডবিøউ এম রায়হান শাহ,ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলামরী’র সভাপতি গোলাম মাহবুব,রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার লুৎফর রহমান প্রমুখ। সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ফাইলেরিয়া রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডা. মো. আশিফ জাহান অলিভ।