সবাইকে কাঁদিয়ে বাবা মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী। শুক্রবার বাদজুম্মা তালুকজামিরা হাইস্কুল মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে গাইবান্ধা জেলা বিএনপি’র পক্ষে সভাপতি অধ্যপক ডা. মইনুল হাসান সাদিক তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিএনপি তথা ঐক্যজোটের নেতাকর্মীসহ সহস্রাধিক মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বুধবার দিনগত রাত ২টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রামন ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। ১৯৩৪ সালে ১ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৯ নং হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামে জন্মগ্রহণ করেন ফজলে রাব্বী চৌধুরী।
১৯৮৪ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন ফজলে রাব্বী। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। ফজলে রাব্বী ভূমিমন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও সংস্থাপন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
বুধবাঅনলাইন ভিত্তিক শিলং তীর নামক জুয়া খেলার দুই এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতর (১২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত খাগড়াছড়ির রামগড়ে । দণ্ডিত দুই আসামি হচ্ছে রামগড় পৌরসভার ফেনীরকুলের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে সাইফুদ্দিন(১৮) ও গর্জনতলীর হেমন্ত কুমার নাথের ছেলে বাদল (৪৫)।
এর আগে মঙ্গলবার রাতে রামগড় বাজার এলাকা থেকে স্থানীয় ৪৩ বিজিবি’র নায়েক সুবেদার মো. নাজমুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল অনলাইন ভিত্তিক ভারতীয় শিলং তীর নামক জুয়া খেলার ওই দু এজেন্টকে আটক করে। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতে হাজির করার পর আদালত দুই আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে খাগড়াছড়ি জেলা কারাগারে প্রেরণ করেন।
রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র উপ-সচিব খন্দকার অলিউর রহমান, অথরাজাইড অফিসার (রাজউক) মোবারক হোসেন বুধবার (১২-১২-২০১৮ )রাজধানীর বাড্ডায় “ডাইনামিক হোমিওপ্যাথি” উদ্বোধেন করেন। এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক এমডি আমীরুল মোমেনীন ও প্রভাষক ডা. জাকির হোসনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
বুধবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে হামলায় আহত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিনিয়র অধ্যাপক এবং কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।
হামলার সঙ্গে জড়িত এক কর্মকর্তা এবং এক কর্মচারীকে আটক করে ইবি থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন- কর্মকর্তা মানজারে আলম মিরু ও কর্মচারী নুরুজ্জামান। মিরু বিশ্ববিদ্যালয়ের সংস্থাপনা শাখার উপ রেজিস্ট্রার এবং নুরুজ্জামান একই দপ্তরের থোক (চুক্তিভিত্তিক) বরাদ্দকৃত কর্মচারী। হামলার সঙ্গে জড়িত বহিরাগত আলী কদর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আলী কদর কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চাঁদপুর ইউনিয়নের নাবদিয়া গ্রামের মৃত খয়বার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানজারে আলম, নুরুজ্জামান, আলী কদর জিয়া পরিষদ কুষ্টিয়া জেলা শাখার কমিটির অনুমোদনের স্বাক্ষর নিতে ডরমেটরিতে অধ্যাপক ড. এমতাজ হোসেনের রুমের (৪০৯ নং রুম) দিকে যান। এসময় ড. এমতাজ হোসেন ঘুমিয়ে ছিলেন। মানজারে আলম মিরু দরজায় নক করলে তিনি দরজা খুলে তাদের পরে আসতে বলেন। এ নিয়ে ড. এমতাজের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিরু, নুরুজ্জামান, আলী কদর উত্তোজিত হয়ে ড. এমতাজকে মারধর করেন।
মারধরের আওয়াজ শুনে ডরমেটরিতে থাকা অন্যান্য শিক্ষক কর্মকর্তারা এগিয়ে গিয়ে মিরু এবং নুরুজ্জামানকে আটক করেন। পরে উপস্থিত শিক্ষক-কর্মকর্তারা হামলাকারীদের মারধর করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন।
প্রক্টরিয়াল বডি তাদের আটক করে চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ইবি থানায় সোপর্দ করেন।
এদিকে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মানজারে আলম মিরুকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা নিন্দা জানিয়েছেন।
প্রতিনিধি – আবরার মাহতাব খোকন, ১১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে বারটার সময়ে রাউজানের হাফেজ বজলুর রহমান সড়কে ইট ভর্তি ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও যাত্রীসহ চার জন আহত হয়েছে । সড়ক দূর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজনের সহযোগিতায় চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু উদ্বার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন । প্রতিনিধি – আবরার মাহতাব খোকন।
ভোলা জেলায় চলতি শীত মৌসুমের এবার অতিরিক্ত জমিতে সবজি আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে আশা কৃষকের। গতবছর ভোলা জেলায় সবজি উৎপাদন হয়েছিলো ১ লাখ ১৮ হাজার ৫৬৮ মেট্রিক টন। চলতি মৌসুমে প্রায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন শীতকালীন সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ভোলা জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলায় অক্টোবরের শেষ দিকে সবজির আবাদ শুরু হয়। আগামী মার্চ মাস পর্যন্ত আবাদ চলবে। সূত্রে আরো জানা যায়, জেলায় মোট সবজি আবাদের লক্ষ্যমাত্রার মধ্যে হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ মেট্রিক টন করে। আর সবজি চাষ হবে মিষ্টি কুমরা ৮৮০ হেক্টর, লাউ ৬৫০ হেক্টর, শিম ১ হাজার ৩৫ হেক্টর, লাল শাক ৬০০ হেক্টর, পালং শাক ৪০০ হেক্টর, ওল কপি ১১৫ হেক্টর, গাজর ৭৫ হেক্টর, মূলা ৬৫০ হেক্টর, বরবটি ৫২৫ হেক্টর, ঢেরশ ৪০৯, ধুন্দল ২০০, টমেটো ৬০০, ফুল কপি ২৫০ ও বাধা কপি ৩৫০ হেক্টর জমিতে।
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের সবজি চাষি জামাল হোসেন, সেলিম ও মনছুর বলেন, তারা প্রত্যেকে এবছর প্রায় ১ একর জমিতে ফুল কপি, পালং শাক, ও লাল শাক চাষ করেছেন। ইতোমধ্যে ৪ বার সবজি বিক্রি করেছেন। এখন পর্যন্ত সবজির বাজার দর ভালো থাকায় তাদের লাভ ভালো হচ্ছে। আরো ২ থেকে ৩ বার এখান থেকে সবজি বিক্রি করতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন। চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের কৃষক বাবুল মিয়া ও মোজাম্মেল বলেন, আগামজাতের সবজির ভালো দাম পাওয়া যায়। এতে সংসার খরচ চালাতে তেমন একটা বেগ পেতে হয় না। বাজারে বিক্রির পাশাপাশি পরিবারের চাহিদা মেটানো যায়। লালমোহন উপজেলার চরউমেদ ইউনিয়নের চাষি শাহে আলম হাওলাদার বলেন, তিনি প্রায় ৩০ বছর ধরে সবজির চাষ করছেন। এবছর দেড় একর জমিতে লাউ, শিম, ফুলকপি’র চাষ করেছেন। এ বারের মত ভালো দাম কোন বছর পাননি। এখন পর্যন্ত তার এক লাখ টাকার বেশি লাভ হয়েছে।
ভোলা জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিনয় কৃষ্ণ দেবনাথ বলেন, শীতকালীন সবজির জন্য প্রচুর ডিএপই সার প্রয়োজন হয়। আমাদের কাছে তার পর্যাপ্ত মজুদ রয়েছে। কাজেই কৃষকদের কোন সমস্যা হবেনা। তিনি বলেন, সবজি আবাদের পর কাটুই পোকা নামে রোগের আক্রমণ হওয়ার আশংকা থাকে। এ রোগ প্রতিহত করার জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ সেবা দেওয়া হচ্ছে। যদি আর বৃষ্টিপাত না হয় তবে এখানে শীতকালীন সবজির ভালো ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত দরিদ্র শিক্ষার্থী জিয়া উদ্দিনের স্বপ্ন পূরণ হল নজির আহমদ ট্রাস্টের শিক্ষাবৃত্তি পেয়ে। প্রতিনিয়ত দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও পিছপা হয়নি অদম্য ছেলেটি। অভাবের সংসারে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছে অনেক সময়, তবু হাল ছাড়েনি। শত টানাপোড়েন সত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়েছে সফলতার সঙ্গে। কিন্তু এর পরই এলো বাধাটা। ভর্তি হওয়ার টাকা জোগাড় হবে কি না এবং পড়ালেখা আদৌ চালিয়ে যাওয়া যাবে কিনা এ নিয়ে অনিশ্চিত আশঙ্কার কাল মেঘে ঢেকে যাচ্ছিল তার স্বপ্নগুলো। এই দোলাচলে তার পাশে দাঁড়িয়েছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। মাস্টার নজির আহমদ ট্রাস্ট এই দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে তার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছে।
এ প্রসঙ্গে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি বলেন- ‘এসব অধ্যাবসায়ী মেধাবী ছেলেরাই আমাদের সম্পদ, এলাকার গর্ব। মেধাবী ও বাঁশখালীর সকল ধরণের ইতিবাচক কর্মকান্ডে ট্রাস্টের সহযোগিতা বরাবরের মতই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’ জিয়া উদ্দীনের উচ্চ শিক্ষা সমাপ্ত হওয়া পর্যন্ত ট্রাস্টের পক্ষে এই শিক্ষাবৃত্তি বহাল থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আজ জিয়া উদ্দিনের হাতে শিক্ষাবৃত্তির অনুদান তুলে দেন মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি।
০৯ ডিসেম্বর সকাল ১০টায় আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস-১৮ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয় শিল্পকলা একাডেমিতে ।
আলোচনা সভার পূর্বে ”আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস-১৮ ” এর মানব বন্ধন অনুষ্টিত হয়। মানব বন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মাননীয় বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, দুদক পরিচালক মোঃ আক্তার হোসেন, অতিঃ জেলা প্রশাসক(সার্বিক)মোঃ হাবিবুর রহমান, দুদক আইনজীবি এড: আব্দুল হান্নানসহ নেতৃবৃন্দ।