বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্তবানীর সম্পাদক ববিতা বড়ুয়া ধর্ম বিষয়ক মনালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাের্ডের সদস্য মনােনীত হয়েছে । গত ১১ জুলাই ধর্ম প্রতিমন্ত্রী এডভােকেট ফরিদুল হক খান এমপির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে চট্টগ্রামের লােহাগাড়া উপজেলার পদুয়া এলাকার কবিতা বড়ুয়াকে মনােনিত করেন । এছাড়াও উক্ত ‘ ট্রাস্টি বাের্ডে পদাধিকার বলে ধর্ম প্রতিমন্ত্রী চেয়ারম্যান , রমেশ চন্দ্র সেন এমপি , সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম অরমা দত্তকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয় । ববিতা বড়ুয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত । তিনি চট্টগ্রামের সাতকানিয়া লােহাগাড়া সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনােনয়ন প্রত্যাশী ছিলেন । এছাড়াও তিনি সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য পদ প্রার্থী ছিলেন বিগত নির্বাচনে । edit osman zahangir